সময় সংবাদ রিপোর্ট: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ককশিটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আমিন জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।