Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৪৫°সে

নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে ষড়যন্ত্র : সজীব ওয়াজেদ জয়

সময় সংবাদ রিপোর্টঃ  নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে ষড়যন্ত্র । আর মাত্র দুই বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ইতোমধ্যে দেশ ও স্বাধীনতাবিরোধী শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি ফাইভ-জি নেটওয়ার্ক উদ্বোধনের পর এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমি খেয়াল করেছি যখনই আমাদের নির্বাচনের বছর দুয়েক চলে আসে তখনই কিন্তু এই ষড়যন্ত্র বেড়ে যায়। ঠিক দুই বছর পর আরেকটা নির্বাচন আছে। তখনই দেখছি এই সেই ষড়যন্ত্র শুরু হচ্ছে। আমরা যে পরিমাণ এগিয়েছি আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে ততদিন আমরা পিছিয়ে যেতে দেবো না।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনারা জানেন এই বিদেশি শক্তি কারা। যারা আমাদের একাত্তরে বিরোধিতা করেছে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করে স্বাধীন হতে হয়েছে। সেই ষড়যন্ত্র আবার শুরু এখন। যখন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, কিছু কিছু ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে দাঁড়ায়।’

এ সময় বিএনপির সমালোচনা করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের দেশের এক শ্রেণি আছে তারা বিদেশি মালিকদের কাছে নালিশ করা শুরু করে। তাদের কাছে হাত পাততে থাকে তাদের আশায় বসে থাকে যে তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর