*সময় সংবাদ লাইভ রির্পোটঃ গত এক বছরে ৩০ কেজি ওজন কমিয়ে পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন সাবেক তারকা ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান। ২০১৯ সালে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে অভিষেকে অতিরিক্ত ওজনের কারণে হাস্যরসের শিকার হয়েছিলেন আজম খান। তিনি টের পেয়েছিলেন বাবার ‘মঈন খান একাডেমি’র নেটে ব্যাটিং করা আর পাকিস্তান সুপার লীগের (পিএসএল) বোলারদের খেলা এক কথা নয়।কিন্তু আজম খান দমে যাওয়ার পাত্র ছিলেন না। তাঁর দাবি অনুযায়ী গত এক বছরে শরীরের ওজন কমিয়েছেন ৩০ কেজি। এরফলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাকিস্তান দলে।