সময় সংবাদ লাইভ রির্পোটারঃ
পিরোজপুর করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের দ্বিতীয় দিনেও প্রশাসনের কঠোর ভূমিকা। ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করতে পিরোজপুর বিভিন্ন স্থানে চেক পোষ্টের ব্যবস্থা করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে তাদের জরিমানা করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম, সেনাসদস্য, পুলিশ ও আনছার সদস্যরা রাস্তার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে। আজ শুক্রবার পিরোজপুর জেলা শহর ও হুলারহাট বন্দর এ অভিযান চালিয়ে মাস্ক না পড়ার অপরাধে মোট ১০ জনকে ১৮০০ টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া রাজার হাট ব্রীজ একটি দোকানদার কে ২৫০০ টাকা জরিমানা করেন।পিরোজপুর জেলা প্রশাসন মোঃ সাজ্জাদ হোসেন বলেন প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।বের হলো আমরা কঠোর ব্যাবস্থা নিতে বাধ্য হবো।এত নজরদারির পরেও প্রয়োজনে অপ্রোয়জনে মানুষ জন মাক্স ছাড়া রাস্তাঘাটে অবাধ চলা-ফেরা ঠেকানো যাচ্ছে না। নানা অজুহাতে তারা ঘর থেকে বেরিয়ে আসছে।
মোঃফয়জুল হক শেখ রির্পোটার, সময় সংবাদ লাইভ।