Header Border

ঢাকা, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ২৬.০৫°সে
শিরোনাম

ফেরি সংকটে তীব্র যানজট দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

সময় সংবাদ রিপোর্টঃরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আবারো ফেরি সংকটের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। ঘাট এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। ফেরির নাগাল পেতে প্রতিটি ট্রাককে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে দুইদিন। প্রচণ্ড শীতে আটকে থেকে ভোগান্তিতে পড়ছেন বাসচালক ও যাত্রীরা।

গতকাল বিকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাড়ি ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় দুই সারি আটকে আছে বাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রাক।

এ সময় রাজবাড়ী থেকে আসা এক ট্রাক চালক আব্দুল হাই বলেন, নরসিংদীর উদ্দেশে রওনা করে সোমবার বেলা ৩টা থেকে ঘাট এলাকায় গাড়ির সিরিয়ালে আটকে আছি। দুই কিলোমিটার পথ সামনে এগোতে আমার সময় লেগেছে প্রায় ১৮ ঘণ্টা। তার পরও আমাদের গাড়ি ঘাট থেকে অন্তত ২ কিলোমিটার পেছনে আছে।

যশোর থেকে আসা ঢাকার মোহাম্মদপুরগামী ট্রাকচালক পীযূষ কুমার রায় বলেন,  সোমবার বিকাল থেকে লম্বা লাইনে অপেক্ষা করছি। কখন ফেরিতে উঠতে পারব বলতে পারছি না। এ বিষয়ে জানতে চাইলে কোনো কর্মকর্তা কথাও বলেন না। এছাড়া ঘাটে আবার দালালের দৌরাত্ম্যও বেড়েছে। তাদের বাড়তি টাকা দিলে আগে পার হওয়া যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন, সোমবার রাতে যান্ত্রিক ত্রুটিতে ইউটিলিটি (ছোট) ফেরি হাসনাহেনা বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানায় রয়েছে। এ নিয়ে মোট পাঁচটি ফেরিকে ভাসমান কারখানায় পাঠানো হয়েছে। বর্তমানে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চলছে। পচনশীল পণ্যবাহী গাড়ি ও বাস সাধারণত ৩-৪ ঘণ্টা পর ফেরিতে উঠছে। সাধারণ পণ্যবাহী বা অপচনশীল গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে বেশি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ
আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক!
অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি

আরও খবর