Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৪°সে

ফেরি সংকটে তীব্র যানজট দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

সময় সংবাদ রিপোর্টঃরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আবারো ফেরি সংকটের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। ঘাট এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। ফেরির নাগাল পেতে প্রতিটি ট্রাককে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে দুইদিন। প্রচণ্ড শীতে আটকে থেকে ভোগান্তিতে পড়ছেন বাসচালক ও যাত্রীরা।

গতকাল বিকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাড়ি ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় দুই সারি আটকে আছে বাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রাক।

এ সময় রাজবাড়ী থেকে আসা এক ট্রাক চালক আব্দুল হাই বলেন, নরসিংদীর উদ্দেশে রওনা করে সোমবার বেলা ৩টা থেকে ঘাট এলাকায় গাড়ির সিরিয়ালে আটকে আছি। দুই কিলোমিটার পথ সামনে এগোতে আমার সময় লেগেছে প্রায় ১৮ ঘণ্টা। তার পরও আমাদের গাড়ি ঘাট থেকে অন্তত ২ কিলোমিটার পেছনে আছে।

যশোর থেকে আসা ঢাকার মোহাম্মদপুরগামী ট্রাকচালক পীযূষ কুমার রায় বলেন,  সোমবার বিকাল থেকে লম্বা লাইনে অপেক্ষা করছি। কখন ফেরিতে উঠতে পারব বলতে পারছি না। এ বিষয়ে জানতে চাইলে কোনো কর্মকর্তা কথাও বলেন না। এছাড়া ঘাটে আবার দালালের দৌরাত্ম্যও বেড়েছে। তাদের বাড়তি টাকা দিলে আগে পার হওয়া যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন, সোমবার রাতে যান্ত্রিক ত্রুটিতে ইউটিলিটি (ছোট) ফেরি হাসনাহেনা বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানায় রয়েছে। এ নিয়ে মোট পাঁচটি ফেরিকে ভাসমান কারখানায় পাঠানো হয়েছে। বর্তমানে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চলছে। পচনশীল পণ্যবাহী গাড়ি ও বাস সাধারণত ৩-৪ ঘণ্টা পর ফেরিতে উঠছে। সাধারণ পণ্যবাহী বা অপচনশীল গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে বেশি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর