সময় সংবাদ লাইভ রির্পোটঃবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে। এরপর চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় ফিরে গেছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করার জন্য নেওয়া হয়।
খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্টের বিষয়টি নিশ্চিত করেছেন তার চিকিৎসক দলের সদস্য প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন, জানান আমরা যে প্রাথমিক রিপোর্ট পেয়েছি তাতে ফুসফুসে প্রভাব ক্লিনিকালি অত্যন্ত মিনিমাম। যেটা মাইল পর্যায়েও পড়ে না। রিপোর্ট অনেক ভালো। আজ পূর্নাঙ্গ রিপোর্ট পাবো।
এরপর চেয়ারপারসনের মেডিকেল বোর্ড আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
খালেদা জিয়া শঙ্কামুক্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা আক্রান্ত হওয়ার সপ্তম দিনে শঙ্কামুক্ত বলার সময় আসে নি। ১২ থেকে ১৪ দিনে তা বলা যায়।
কারণ করোনায় কালকে কি হবে, তার পরের দিন কি হবে বলা কঠিন। ১৪ দিন পর্যন্ত ক্লোজ মনিটরিংয়ে রাখা হবে। আমাদের সার্বিক প্রস্তুতি নেয়া আছে।
তিনি আরো বলেন বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
মোঃনূর আমিন আকন,
স্টাফ রির্পোটার।
সময় সংবাদ লাইভ /১৬এপ্রিল।