Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৬.৫৬°সে

ভারতে লকডাউন শিথিলের পর একদিনে রেকর্ড পরিমাণ মৃত্যু ও আক্রান্ত

সময় সংবাদ লাইভ রিপোর্ট: ভারতে কিছুটা শিথিল করে লকডাউন বাড়ানোর পরদিনই আসলো করোনাভাইরাসে (কভিড-১৯) একদিনে রেকর্ড মৃত্যু ও আক্রান্তের খবর।

মঙ্গলবার বিবিসি বাংলা জানিয়েছে, ভারতে একদিনে ৩ হাজার ৯০০ মানুষের মধ্যে করোনা শনাক্ত হয়ে। মারা গেছেন আরও ১৯৫ জন।

এ নিয়ে ভারতে মোট ৪৬ হাজার ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৬৮ জন।

সোমবার থেকে ভারতে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। আপাতত আগামী ২ সপ্তাহ অর্থাৎ ১৭ মে পর্যন্ত এ লকডাউন চলবে।

এর আগে গত ২৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট দুই দফায় লকডাউনের সাক্ষী থেকেছে বিশ্বের অন্যতম জনবহুল দেশটির মানুষ।

এই সময় জানায়, আগের দুই দফার তুলনায় এই ১৪ দিনের লকডাউনে বেশ কিছু ছাড়ের কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ফলে আগের মতো আর অতটা কড়াকড়ি থাকবে না তৃতীয় দফার লকডাউনে।

এদিকে শিথিল লকডাউনে সোমবার সকালে মদের দোকান খুলতেই রাজধানী দিল্লির অধিকাংশ মদের দোকানের সামনেই মানুষের লম্বা লাইন পড়ে যায়।

এই সময় জানায়, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। যদিও তাতেও ভ্রুক্ষেপ নেই সুরাপ্রেমীদের।

উত্তর প্রদেশে একদিনে মদ বিক্রি হয়েছে ১০০ কোটিরও বেশি রুপির।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি
প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !

আরও খবর