Header Border

ঢাকা, রবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৯৬°সে

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান

সময় সংবাদ রিপোর্ট:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার গুলশান কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছেন। তারেক রহমান একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

সাক্ষাৎকারের সময় গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন। এর আগে সকাল সাড়ে ৯টার পর থেকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ সাক্ষাৎকার শুরু হয়। সাক্ষাৎকার দিতে সকাল থেকে গুলশানের কার্যালয়ে আসতে শুরু করেন দলের মনোনয়নপ্রত্যাশী এবং তাদের সমর্থকরা। প্রথম দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রংপুর বিভাগের সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা গুলশান কার্যালয়ে উপস্থিত রয়েছেন। সাক্ষাৎকার পর্ব শুরু হয় পঞ্চগড় ১ ও ২ আসন দিয়ে। এর পর দুপুর আড়াইটা থেকে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  আগামীকাল বরিশাল ও খুলনা বিভাগ, মঙ্গলবার চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ এবং বুধবার ময়মনসিংহ ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিবেন বোর্ডের সদস্যরা। বিএনপি থেকে এবার নির্বাচনের জন্য চার হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অনিয়ম-মাস্তানি-পেশিশক্তি কঠোরভাবে দমন করবো : সিইসি
নারী উদ্যোক্তাদের সহায়তায় সৌদি আরবের নতুন ভিসা প্রোগ্রাম
ফ্রান্সে দেশীয় চলচ্চিত্র প্রসারে কাজ করবে দূতাবাস ও বাচসাস
ভাসমান বেডে সবজি চাষ দেখে মুগ্ধ ইসিমুড সদস্যরা
ইন্টারনেট ছাড়া যেভাবে গুগল ম্যাপ ব্যবহার করা যায়
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

আরও খবর