সময় সংবাদ রিপোর্টঃ আগের দিনের মতো গতকাল বুধবারও রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। তাতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে দুপুরে মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর বেশ কিছুসংখ্যক বাস চলাচল শুরু করে।মিরপুর বাস মালিক সমিতির সভাপতি মহারাজ হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শতভাগ বাস চলবে।আইনে সিটিং সার্ভিস বলে কোনো ব্যবস্থার কথা বলা নেই। এ কারণে বিআরটিএর গত ১৪ নভেম্বর থেকে রাজধানীতে সিটিং সার্ভিস বাস বন্ধের ঘোষণা দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। তবে বাসমালিকরা বলছেন, শ্রমিকরা সিটিংবাস চালাতে চায়। বাস লোকাল হয়ে চললে প্রতি স্টপজে হাঁকডাক করে যাত্রী তুলতে হয়। ভাড়া তুলতেও পরিশ্রম হয়। সে কারণেই তারা বাস বন্ধ করেছেন।একাধিক শ্রমিক বলছেন, ভাড়া তুলতে গিয়ে লাঞ্ছিত হতে হচ্ছে। কাজ বাড়লেও মজুরি বাড়েনি। বাড়তি ভাড়া নিলে বিআরটিএ জরিমানা করে চালককে। মালিক জরিমানার টাকা দিতে চান না। জেলও হচ্ছে চালকেরই।এদিকে ঢাকা-চট্টগ্রাম মহানগরে গতকালও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় অব্যাহত আছে। গতকাল বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত ২৫৬টি বাসে অভিযান চালিয়ে ৬০টি বাসকে দুই লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন। তিনটি বাস একই অপরাধের পুনারবৃত্তি করায় ডাম্পিংয়ে পাঠানো হয়।
সড়ক পরিবহন মালিক সমিতির খন্দকার এনায়েত উল্যাহ বলেন, শ্রমিকদের আইন মানতে হবে। সিটিং বাস চলবে না। তালিকার বেশি ভাড়া নেওয়া যাবে না। বেতন মজুরি নিয়ে কথা থাকলে তারা মালিকের আলোচনা করতে পারে। কিন্তু বাস বন্ধ রাখা চলবে না।
m/p….