সময় সংবাদ রিপোর্ট:রাশিয়ার চলমান সামরিক আগ্রাসনে ইউক্রেন অবশ্যই জিততে পারে- এমনটাই বিশ্বাস করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপ সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন শুক্রবার বেলজিয়ামে এ কথা বলেন। ৬ দিনের এই সফরের শুরুতে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন, ইইউর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি কিয়েভের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে মস্কো। মারিওপোল ও ভোলনোভখারে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু দেশটির সেনারা তা মানছেন না, বরং গোলাবর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।
বিবিসি জানায়, এই সংঘাত কতদিন পর্যন্ত চলতে পারে, সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তবে এতে কিয়েভের পরাজয় অনিবার্য, তা মানতে রাজি হননি তিনি। দেশটির জনগণ ‘অসাধারণ প্রতিরোধ’ গড়ে তোলায় উল্টো তাদের জয়ের সম্ভাবনা দেখছেন অ্যান্টনি ব্লিনকেন।
এ সময় ইউক্রেনের পশ্চিমাপন্থী সরকার হটিয়ে মস্কোপন্থী পুতুল সরকার বসানোর জন্য আগ্রাসন চালানোর অভিযোগ করে তিনি বলেন, সেটি সাড়ে ৪ কোটি ইউক্রেইনিয়ান প্রত্যাখ্যান করবে। তাদের কারণেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ হচ্ছে না।
ইউক্রেনকে সহায়তা এবং রাশিয়ার শুরু করা যুদ্ধের সমাপ্তি টানতে ‘ভয়ঙ্কর’ চাপ সৃষ্টি করতে প্রয়োজনীয় সব কিছু করবে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে ইউক্রেনের ভেতরের যুদ্ধ বাইরে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরো খারাপ হবে, বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।