সময় সংবাদ রিপোর্ট:৪৮ ঘণ্টার ধর্মঘটের মাঝে কোনো ব্যক্তিগত গাড়ি দেখলেই তা থামাচ্ছে আন্দোলনরত পরিবহন শ্রমিকরা। এরপর জোরপূর্বক সেই চালককে বের করে এনে মুখে লাগিয়ে দিচ্ছে পোড়া মবিল। কেউ বাধা দিলে মারধর করছে। আজ ধর্মঘটের দ্বিতীয় দিনে চালকদের মুখে কালি লাগানোর পাশাপাশি কানে ধরে উঠবস করতে বাধ্য করা হচ্ছে!
সোমবার রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়া এলাকায় ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাতে দেখা গেছে।এসময় সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন চালকদের গাড়ি থেকে নামিয়ে কান ধরে উঠবস করান পরিবহন শ্রমিকরা। এর আগে তারা চালকসহ যাত্রীদের মুখে পোড়া মবিল লাগান। এই মবিল থেকে রেহাই পায়নি স্কুলছাত্রীরাও। সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও ছাড় পায়নি।
কোনো চালক বা সাধারণ মানুষ এর প্রতিবাদ করতে গেলেই গায়ে হাত দিচ্ছে পরিবহন শ্রমিকরা। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে তার দেখা মিলছে না। বেপরোয়া শ্রমিকরা অনেকটা যা ইচ্ছা হচ্ছে সেটাই করে যাচ্ছে!