করোনার প্রকোপ বাড়তে থাকায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।সোমবার পিএসসির এক বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। আগামী ১২ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যেই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
পিএসসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ পরীক্ষা স্থগিত থাকবে।
চলতি বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করে।
২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।
সময় সংবাদ লাইভ /২৯মার্চ