Header Border

ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৭°সে

৪৫০ কোটি ডলার ঋণ,আলোচনা করতে ঢাকায় আসছেন আইএমএফ কর্মকর্তারা

সময় সংবাদ রিপোর্ট : বাজেট সহায়তার সম্ভাব্য ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ ছাড়ের প্রক্রিয়া শুরু করতে অর্থনৈতিক ও আর্থিক সংস্কার এবং নীতির বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

এ লক্ষ্যে আগামী ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ঢাকা সফরের পরিকল্পনা করছে আইএমএফ কর্মকর্তারা। দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশে আইএমএফ মিশন চিফ রাহুল আনন্দ। শুক্রবার রাতে আইএমএফ এক সংবাদ বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

সম্ভাব্য ৪৫০ কোটি ডলারের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ)/এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি প্রোগ্রাম ইএফএফপি) এবং নতুন তৈরি রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) আওতায় আগামী মাসগুলোতে শর্তসাপেক্ষে প্রতিশ্রুত ঋণ ছাড়  বিষয়ে একটি স্টাফ-লেভেল চুক্তির দিকে অগ্রসর হাওয়াই এই সফরের উদ্দেশ্য।

বিবৃতিতে জানানো হয়, আরএসএফের লক্ষ্য বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর জলবায়ু ঝুঁকির বিরুদ্ধে স্থিতিস্থাপকতা তৈরিতে সহায়তা করার জন্য সাশ্রয়ী, দীর্ঘমেয়াদি অর্থায়ন প্রদান করা।

এ লক্ষ্যে আইএমএফের কর্মকর্তারা সফরের সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন সেক্টরে নীতিনির্ধারক ছাড়াও বেসরকারি খাতে  স্টেকহোল্ডারদের সাথে আলোচনায় বসবেন। তবে এটি প্রথম মিশন। এ প্রোগ্রাম  আলোচনা আগামী মাসগুলোতেও চলতে পারে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার
প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ
মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়

আরও খবর