Header Border

ঢাকা, বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ

সময় সংবাদ রিপোর্ট: প্রথম ওয়ানডের মতোই দ্বিতীয় ওয়ানডেতেও একই একাদশ নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। একাদশে কোনো পরিবর্তন আনেননি কাপ্তান তামিম ইকবাল খান। টস জিতে জোহানেসবার্গে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তামিমের দল।বাংলাদেশেরে একাদশে শুরুতেই আছেন, তামিম ইকবাল (অধিনায়ক)। এরপর একে একে আছেন লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ। পেইস অ্যাটাকে আছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
এই একাদশ নিয়েই সাউথ আফ্রিকার মাটিতে ২০ বছরে প্রথমবারের মতো ওয়ানেডেতে জয় পেয়েছ টাইগাররা। ইতিহাস গড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৯৫ রানের ওপেনিং জুটি। রেকর্ড গড়েন লিটন-তামিম। ৪১ রানে তামিম ফেরার পর ৫০ রানে ফিরেছেন লিটন।

মুশফিক খেই হারালেও সাকিব-ইয়াসির রাব্বি ভুল করেননি। ১১৫ রানে পার্টনারশিপ গড়ে দলকে নিয়ে গেছেন বড় সংগ্রহের পথে। সাকিব করেছেন ৭৭ রান, রাব্বি থেমেছেন ৫০ রানে। সবমিলিয়ে ৭ উইকেটে ৩১৪ রান করে বাংলাদেশ। ৩১৫ রানের টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেনি সাউথ আফ্রিকা। শরীফুল-তাসকিনের তোপে শুরুতে খেই হারানো প্রোটিয়ারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিরাজের ৪ উইকেটের ক্যারিশমায় শেষ অবধি ওরা থেমেছে ২৭৬ রানে।সেঞ্চুরিয়নে জয়ের সুবাস নিয়ে আজ বেলা ২টায় ওয়ান্ডারার্সে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ। এ ময়দানে মাত্র একটি ওয়ানডে খেলেছে টাইগাররা। ২০০৩ বিশ্বকাপে সেই কেনিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

আরও খবর