Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৮.৯৬°সে

অবৈধ প্রবাসীদের বৈধতা দিতে যাচ্ছে মালয়েশিয়া

গত কয়েক বছরে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে মালয়েশিয়া এসে আটকা পড়েছেন অনেকে। এ ছাড়া চলতি বছর নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণেও অনেক প্রবাসী দেশটিতে আটকা পড়ে অবৈধ হয়েছেন। এমন অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া- ফাইল ছবি

গতকাল শুক্রবার দেশটিতে বসবাসকারী চীনা সম্প্রদায়ের মানুষের সঙ্গে আয়োজিত এক বিশেষ বৈঠককালে প্রধান অতিথির বক্তব্যে তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ কথা বলেন। মালয়েশিয়ার জাতীয় দৈনিক মালয় মেইল এ খবর দিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ার বিভিন্ন খাতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এটি মোকাবেলায় অবৈধ প্রবাসীদের বৈধতা দিয়ে শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ পাওয়ার পর তারা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে পারবেন। মালয়েশিয়ার সরকার তাদের পাম, কৃষি ও রাবার শিল্পে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।

malaysia pm muhiuddin yasinমালয়শিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন- ফাইল ছবি

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, গত দুই বছর ধরে মালয়শিয়ায় বৈধভাবে শ্রমিক আমদানি বন্ধ রয়েছে। অনেকে এটি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব করেছেন। এ বিষয়েও দেশটির সরকার বিবেচনা করবে।

তবে কবে নাগাদ অবৈধ প্রবাসীদের বৈধতা দিয়ে কাজে নিয়োগ দেওয়া হবে বা কী পদ্ধতিতে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কিছু বলেননি মালয়েশীয় প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও অনেকে অবৈধভাবে মালয়েশিয়া গিয়ে আটকা পড়েছেন। এসব শ্রমিকদের বৈধতা দিয়ে মালয়শিয়া সরকারকে বিভিন্ন সময় অনুরোধ জানিয়ে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস

আরও খবর