*সময় সংবাদ লাইভ রির্পোটঃ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার রেল স্টেশনের টিকিট কাউন্টার এবং অনলাইনে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট। মঙ্গলবার সকাল ৮টায় দেশের সব স্টেশনের কাউন্টারে এই টিকিট বিক্রি শুরু হয়।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করে। এরই মধ্যে ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়।