Header Border

ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

আদালতে বিনামূল্যে রায়ের কপি, দ্বারে দ্বারে ঘোরা আর নয়

সময় সংবাদ রিপোর্ট : রায়ের কপি পেতে ভোগান্তির শেষ নেই। সম্প্রতি রাজশাহী আদালতের একজন বিচারক বিনামূল্যে রায়ের কপি পাওয়ার উদ্যোগ নিয়েছেন।বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এ পদ্ধতি চালু করেছেন তিনি। রাজশাহীর জজ আদালতের বিচারক আবদুল মালেকের এমন পদক্ষেপকে যুগান্তকারী বলছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। পর্যায়ক্রমে সব আদালতে চালুর দাবিও জানান তারা।জানা গেছে, বিচারক রায়ে কী বলেছেন, সেটি জানতে এবং রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে দরকার পড়ে রায়ের নকল। এ কপি পেতে দিনের পর দিন আইনজীবীদের দ্বারে দ্বারে ঘুরতে হয় বিচারপ্রার্থীদের। পরিস্থিতির ফাঁদে ফেলে ভুক্তভোগী বিচারপ্রার্থীদের কাছ থেকে যে যার মতো আদায় করেন টাকা। দেশের সব আদালতের চিত্র যেন এমনই। অথচ সরকারি হিসেবে এক পৃষ্ঠার আদেশের নকল তুলতে খরচ পড়ে মাত্র ৪৯ টাকা। যুগের পর যুগ ধরে চলে আসা এমন পদ্ধতির পরিবর্তনে এগিয়ে এসেছেন রাজশাহীর এক বিচারক। নিজের দেয়া রায়ের নকল কপি আপলোড করছেন ওয়েবসাইটে। ফলে বিচারপ্রার্থীরা খুব সহজে সেখান থেকে রায়ের নকল কপি সংগ্রহ করতে পারছেন। শুধু নকল কপিই নয় আদালতের দৈনন্দিন কার্যতালিকাও প্রকাশ করা হচ্ছে সেখানে। এতে একদিকে যেমন ভোগান্তি কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু বলেন, জাজমেন্ট করার পর যদি অনলাইনে এটা প্রচার করা হয়; তাহলে সাধারণ মানুষের দোরগোড়ায় এটা পৌঁছাবে। এতে মানুষ বুঝতে পারবে আইনে কি করলে কি হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, নিম্ন আদালতেও অনলাইন শুরু হতে পারে। তাহলে বিচারপ্রার্থীরা যে দ্বারে দ্বারে ঘোরে সেটা বন্ধ হবে।সর্বোচ্চ আদালতের রায় ও আদেশ অনলাইনে পাওয়া গেলেও অনলাইনে নিম্ন আদালতের কোনো বিচারকের রায় প্রকাশের ঘটনা এটিই প্রথম বলে জানান আইনজীবীরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যেভাবে হজ পালন করবেন
দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আরও খবর