Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৭৮°সে

আবারও আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল পাকিস্তান

সময় সংবাদ রিপোর্টঃ আবারও রক্তাক্ত হল পাকিস্তান। পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন পুলিশকর্মী নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের মুখপাত্র ইজাজ আহমেদ বলেছেন, ‘বিস্ফোরণে প্যারামিলিটারি বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বেলুচিস্তান পুলিশ, যারা বেশিরভাগ শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে) অন্তত নয়জন সৈন্য নিহত হয়েছে।’

বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার পুলিশের একটি দল বালুচিস্তান প্রদেশের সিবি ও কাছি সীমান্তবর্তী বোলান এলাকা দিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়িটি কামব্রি সেতুর কাছে আসতেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ৯ পুলিশ কর্মীর মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

পাকিস্তানের একজন মুখপাত্র মেহমুদ খান নটিজাই বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘একজন মোটরসাইকেল আরোহী (আত্মঘাতী বোমা হামলাকারী) পেছন থেকে ট্রাকটিকে আঘাত করে।’

সৈন্যরা স্থানীয় এক ‘গবাদি পশুর প্রদর্শনী’ অনুষ্ঠান থেকে ফিরছিল। সেখানে তারা  নিরাপত্তার দায়িত্বে ছিল বলে কর্মকর্তারা জানান। হাসপাতাল কতৃপক্ষ বলেছে, এই হামলায় কমপক্ষে সাত জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে।

ঘটনার পিছনে পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)- কে সন্দেহ করছে স্থানীয় প্রশাসন। তবে, এখনও পর্যন্ত কোনো সংগঠনের তরফ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর