Header Border

ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৬.৯৬°সে

আবারও সভা বর্জন কমিশনার মাহবুব তালুকদারের

সময় সংবাদ রিপোর্ট:আবারও নোট অব ডিসেন্ট দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।সোমবার সকাল সোয়া ১১ টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৬তম প্রস্তুতি সভা শুরু হয়। সভা শুরুর  ৭ মিনিটের মাথায় নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে যান মাহবুব তালুকদার। এসময় অপেক্ষমান গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ‘আমি নোট অব ডিসেন্ট দিয়েছি। আমি সভা থেকে বেরিয়ে এসেছি।’ তবে কী কারণে বেরিয়ে এসেছেন তা  তাৎক্ষণিকভাবে জানাননি মাহবুব তালুকদার। সভাস্থল থেকে বেরিয়ে তিনি নিজের কক্ষের দিকে এগিয়ে যান। কী কারণে মাহবুব তালুকদার সভা ত্যাগ করলেন সেটি জানা যায়নি ইসি কর্মকর্তাদের কাছ থেকেও। কারণ এখনও সভা চলছে। নির্বাচন প্রস্তুতির নিয়ে আজকের গুরুত্বপূর্ণ সভায় দু’টি এজেন্ডার মধ্যে ছিল- আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে সবশেষ প্রস্তুতি নিয়ে ইসি সচিব থেকে কমিশনারদের অবহিতকরণ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটার তালিকা। এছাড়া নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে সে বিষয়েও এই সভায় সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ চার কমিশনার উপস্থিত আছেন। এর আগে গত ৩০ আগস্ট একাদশ নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের সিদ্ধান্তের বিরোধিতা করে ইসি সভা বর্জন করেন মাহবুব তালুকদার। তখনও নোট অব ডিসেন্ট দেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর