Header Border

ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে

আবার কবে ডাকসু নির্বাচন‌‌ ?

সময় সংবাদ লাইভ রিপোর্ট: দীর্ঘ ২৮ বছর পর ছাত্র রাজনীতির আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আলোর মুখ দেখলেও পরবর্তী নির্বাচন কবে হবে সেই সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সিনিয়র সদস্য ছাত্রনেতা ইউনুস শিকদার। আজ সময় সংবাদ লাইভ কে তিনি বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন এদেশের আলোকবর্তিকা হিসাবে ইতিহাস ঐতিহ্য বহন করে আসছে; তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রাম সহ ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যেখান থেকে এদেশের ছাত্র রাজনীতির নতুন নেতৃত্ব তৈরি হয়, সেই প্রিয় ডাকসু দীর্ঘ ২৮ বছর পর নির্বাচন হলেও পরবর্তী নির্বাচন কবে হবে সেই নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক ড. আখতারুজ্জামান স্যার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্তরিকতার কারণেই আমরা গত বছর ডাকসুর নতুন নেতৃত্ব পেয়েছিলাম। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরিক্ষা খুলে দেওয়ার পরপরই যাহাতে দ্রুত সময়েরে মধ্যে ডাকসু নির্বাচন সম্পূর্ন করা যায়, সেই বিষয়ে এখন থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কে উদ্যোগ গ্রহন করার জন্য অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর