Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৮.৯৬°সে

আলিয়া মাদ্রাসার হলে অভিযানে মাদকসহ আটক ২

সময় সংবাদ রিপোর্টঃ   রাজধানীর বকশিবাজার এলাকায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হলে অভিযান চালিয়েছে পুলিশ। গতরাত ২টার দিকে মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহীদ ইবরাহীম হলের বিভিন্ন কক্ষে তল্লাশি ও অভিযান চালায় চকবাজার থানার পুলিশ।এ সময় মাদ্রাসা এবং সংশ্লিষ্ট হল প্রশাসনের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক পাওয়ায় এ সময় দুজনকে আটক করে পুলিশ।

গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং আল্লামা কাশগরী ও শহীদ ইবরাহীম হলের হল সুপার জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, হলে বহিরাগত ও মাদক কারবারিদের জন্য অভিযান চালানো হয়। হলে বহিরাগতরা অবস্থান করে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করছে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মাদক রাখা ও সেবনের অপরাধে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বাপ্পি (বহিরাগত) ও আজিজ। এরমধ্যে একজনকে আল্লামা কাশগরী হলের ১১১ নম্বর কক্ষ থেকে ও আরেকজনকে ৩৬৮ নম্বর কক্ষ থেকে আটক করা হয়েছে। এছাড়াও অছাত্র ও অননুমোদিত ছাত্রদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস

আরও খবর