Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

ইতিহাসের দিনে ‘বাংলাদেশি’ হামজা ফিলিস্তিনের পাশে

সময় সংবাদ লাইভ রির্পোটঃ ইতিহাস গড়ল ইংলিশ ক্লাব লেস্টার সিটি। চেলসিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার এফএ কাপের শিরোপা জিতল তারা। দলটির জয়ের নায়ক বেলজিয়ান মিডফিল্ডার ইউরি তিয়েলেমানস।

তাই এদিন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে এফএ কাপ জিতলেন।

লেস্টারের শিরোপা জয়ের চেয়েও এদিন হামজা বেশি আলোচনায় অন্য কারণে। খেলা শেষে মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ফার্স্টপোস্টের খবরে জানা গেছে, দলটির মুসলিম সতীর্থ ফরাসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ম্যাচের পর গোটা ওয়েম্বলি স্টেডিয়াম প্রদক্ষিণ করেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ।

একজন ফুটবলার হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোয় ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট দেশটির সরকারের পক্ষ থেকে হামজাকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। এক টুইট বার্তায় বিষটি প্রকাশও করেছেন তিনি।

চিঠিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘এফ এ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেন হামজা চৌধুরী ও ওয়েসলে ফোফানাও। ফিলিস্তিন সরকার ও জনগণের পক্ষ থেকে জানাই গভীর কৃতজ্ঞতা। ফিলিস্তিনের পতাকা ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে সংগ্রামী জনতার পক্ষ নেওয়ায় ধন্যবাদ জানাই।’

এদিকে হামজার জন্ম ইংল্যান্ডে। অবশ্য বাঙালি পরিবারে জন্ম নিয়েছেন তিনি। তাঁর মা রাফিয়া বাংলাদেশি। বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে তাঁর নানা বাড়ি। অবশ্য তাঁর বাবা ক্যারিবীয়।

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল !
‘পৃথিবীর কোনো শক্তিই আমাদের বিরত রাখতে পারবে না’-নেতানিয়াহু
বাংলাদেশী নাবিকদের হত্যার হুমকির জলদস্যুদের
রমজানে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশ
জেলেনস্কির সঙ্গে বৈঠকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আরও খবর