সময় সংবাদ রিপোর্টঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। ৩০০ আসনেই ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৩ এপ্রিল, সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানান কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য বিবেচনায় ইভিএম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।