Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৭১°সে

ঈদের আগে জমজমাট ফুটপাতের হকার্সদের ব্যবসা

সময় সংবাদ রিপোর্ট : রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তের আস্থার জায়গা বিভিন্ন স্থানে গড়ে উঠা হকার্স মার্কেট। নিত্য দিনের ঝামেলা মিটিয়ে ঘরে ফেরা সাধারণ বাঙালি পরিবারের প্রয়োজনে একপ্রকার নির্ভরশীল ভ্রমমাণ এ সকল দোকানের উপর।ঈদের আগে ফুটপাতে বাড়ছে হকার। করোনার ধাক্কা কাটিয়ে ঈদের এই মৌসুমে হাজারো সমস্যা পার করে আবারো জমজমাট ফুটপাতের হকার্সদের ব্যবসা। আর তাই সেখানে থেকে ঈদের খুঁটিনাটি কেনাকাটা সেরে নেন অনেকেই। পায়ে দেয়ার জুতা, নানা ধরণের থান কাপড় কিংবা সংসারের টুকিটাকি নানা জিনিস সহজে মিলছে এক জায়গায়।ক্রেতারা বলেন, অল্প দামে হকার্সরা ভাল জিনিসই দিচ্ছেন। তাই আমাদের এখানে আসা।

বাংলাদেশ হকার্স অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে ভ্রমমাণ ব্যবসায়ি কিংবা হকার রয়েছে প্রায় ২২ লাখ। যার মধ্যে রাজধানীতে রয়েছে ৪ লাখ। এখাতের উপর নির্ভরশীল প্রায় (৮৮ লাখ) এক কোটি মানুষ। করোনার মধ্যে অনেক ভ্রমমাণ ব্যবসায়ীই ছেড়েছিলেন রাজধানী। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে বাড়ছে ভ্রমমাণ ব্যবসার দোকান। তবে বিক্রেতারা বলছেন, ঈদের বেচাবিক্রি এখনো জমেনি আগের মতো। তারা জানান, করোনার ২ বছরের থেকে ক্রেতা বেশি থাকলেও বেচাবিক্রি ভাল না। তবে ২০ রোযার পরে ক্রেতা আসার সম্ভাবনা দেখছেন তারা।রমজানের বিক্রির মাধ্যমে আগের কয়েক বছরের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে আশা ব্যবসায়ীদের।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর