Header Border

ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

ঈদে মীর সাব্বিরের ‘চড়ুইভাতি বিয়ে’

সময় সংবাদ রিপোর্ট : জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির, নিজেকে অভিনেতা হিসেবেই আটকে রাখেননি। পরিচালক হিসেবেও পরিচিত করেছেন। একাধিক নাটক, টেলিফিল্ম পরিচালনার পর সিনেমাও নির্মাণ করেছেন তিনি।ঈদুল ফিতর উপলক্ষ্যে বেশ ব্যস্ত সময় পার করছেন মীর সাব্বির। এবারের ঈদের জন্য নির্মাণ করেছেন এক ঘণ্টার একটি নাটক। নাম ‘চড়ুইভাতি বিয়ে’। পরিচালনার পাশাপাশি নাটকের গল্পও লিখেছেন তিনি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন।এরই মধ্যে নাটকটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।

মীর সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন ভাবনা। অভিনেতা জানান, সমসাময়িক গল্পে নাটকটি নির্মিত হয়েছে। দুই তরুণ-তরুণীর বিয়ে নিয়ে নাটকের গল্প।একসঙ্গে অভিনয়, পরিচালনা ও নাটক লেখা প্রসঙ্গে মীর সাব্বির দেশীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, সমন্বয় করে কাজ করলে অনেক কিছু করা সম্ভব। তবে একসঙ্গে ৩টি কাজ করা কঠিন ও চ্যালেঞ্জিং।এদিকে ঈদ উপলক্ষ্যে এরই মধ্যে শেষ করেছেন ৭ পর্বের দুটি ধারাবাহিক নাটকের শুটিং। একটি বর্ণ নাথ পরিচালিত ‘রসিক লাল’, অন্যটি আমীরুল ইসলাম অরুণ পরিচালিত ‘ঘাটের মরা জেনারেল স্টোর’। নতুন করে শুটিং করবেন সাইদুর রহমানের ‘পাংকু আবুল’ নাটকের। এ ছাড়া হানিফ সংকেতের পরিচালনায় একটি নাটকেও অভিনয়ের কথা রয়েছে তার।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যেভাবে হজ পালন করবেন
দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আরও খবর