Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৪৫°সে

ঈদ উপলক্ষ্যে বেড়েছে সিল্কের চাহিদা

সিল্কের শাড়ি,

সময় সংবাদ রিপোর্ট :পহেলা বৈশাখ ও ঈদ ঘিরে রাজশাহীতে সিল্কের পোশাকের বেচাকেনা বেড়েছে। বিক্রেতারা জানান, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সিল্কের শাড়ি, থ্রিপিস ও পাঞ্জাবিতে আনা হয়েছে নতুনত্ব।ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি ও শার্টের বেচাকেনা হয় পুরো বছরজুড়ে। তবে যে কোনো উৎসবে বেড়ে যায় কয়েকগুণ।দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সঙ্গে যুক্ত হয়েছে ঈদের আমেজ। তাই রেশম নগরী রাজশাহীর বিসিক এলাকার শোরুমগুলোতে বেড়েছে ক্রেতাসমাগম। প্রতি বছরের মতো এ বছরও রেশমের তৈরি পোশাকে এসেছে বৈচিত্র্য ও নতুনত্বের ছোঁয়া। নজরকাড়া বাহারি ডিজাইনের রেশমি পোশাক কিনতে সিল্কের শোরুমগুলোর দিকে এখন নজর সবার।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘বাংলাদেশে রাজশাহী একমাত্র জেলা শহর যেখানে খাঁটি রেশমি কাপড় পাওয়া যায়।

এ ছাড়া আভিজাত্যের ছোঁয়া থাকায় ঐতিহ্যবাহী এই রেশমি কাপড় রাজশাহীবাসীর পছন্দের তালিকার শীর্ষে থাকে। দামের দিক থেকে বিবেচনা করলে ন্যায্যমূল্যে পাওয়া যায় সিল্কের পোশাক।বিক্রেতারা জানান, শোরুমগুলোতে সিল্কের শাড়ি ও পাঞ্জাবি আড়াই হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ঈদ উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা লোভনীয় অফারও।রাজশাহী চেম্বার নেতার আশা, করোনার ধাক্কা কাটিয়ে এবার ঈদ মৌসুমে ৬০ থেকে ৭০ কোটি টাকার সিল্কের পোশাকের বেচাকেনা হবে।রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, ‘করোনা সময়ে আমাদের এই খাতে একটি ঘাটতি দেখা দিয়েছিল। আশা করছি চলতি মৌসুমে ব্যবসায়ীরা এই ঘাটতি পুষিয়ে উঠতে সক্ষম হবে।’বর্তমানে রাজশাহী জেলায় সিল্কের শোরুম রয়েছে প্রায় অর্ধশত। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর