*সময় সংবাদ লাইভ রির্পোটঃ রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। এ ঘটনায় আহত আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোরে কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান।
এ ঘটনায় মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।