Header Border

ঢাকা, রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

একজন উদীয়মান তরুণ ব্যবসায়ীর গল্প

সময় সংবাদ লাইভ রিপোর্টঃ তরুকুল ইসলাম রাসেল একজন চাকুরিজীবী। চাকুরির পাশাশি বিভিন্ন নিয়ে বীজ অনলাইনের মাধ্যমে বিক্রি করে। তিনি সফলতা পেয়েছেন অনেক। আজ শুনবো তার সফলতার গল্প।

সময় সংবাদ লইভ : জনাব রাসেল সময়সংবাদ লাইভের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই।

রাসেল : আপনাকে শুভেচ্ছা। শুভেচ্ছা সময়সংবাদলাইভ পরিবারের প্রতিটি সদস্যকে।

 সময় সংবাদ লাইভ: বর্তমানে অনলাইনে অনেকই শিশু খাদ্য, কাপড়চোপড় বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যাদি বিক্রি করে আপনি কেন বীজ বেছে নিলেন?

রাসেল : দেখুন আমার জন্ম কিন্তু গ্রামের এক কৃষিভিত্তিক পরিবারে, কৃষি ও মাটির প্রতি আমার টান ছোটবেলা থেকেই। আমি পড়াশুনাও করেছি মৃত্তিকা বিজ্ঞানে। যখন থেকে ঢাকা শহরে বসবাস শুরু করি তখন থেকে ফরমালিন মুক্ত সবজির প্রয়োজনীয়তা অনুভ করি।

বর্তমানে শহরগুলোতে ছাদ কৃষি বেশ জনপ্রিয়তা পেয়েছে। যারা ছাদ কৃষি করে তাদের হাতে ভাল বীজ সরবরাহ করাই আমার লক্ষ্য। সে জন্য আমি অনলাইন বীজ ব্যবসা শুরু করেছি। আমার প্রতিষ্ঠানের নাম Garden Seed.

 সময় সংবাদ লাইভ : আপনি এখন এপর্যন্ত কেমন সাড়া পেয়েছেন?

রাসেল : হ্যাঁ, বেশ ভালই সাড়া পাচ্ছি। আমার ধারণা মানুষ ভালো কিছুর সাথে সব সময়ই থাকে। আমি অনলাইনে এ বীজ ব্যবসা শুরু করেছি মাস চার হবে। ইতিমধ্যে অনেক ছাদ কৃষি চাষিদের হাতে ভালো বীজ পৌঁছে দিয়েছি। প্রচুর টাকাও আয় করেছি।

সময় সংবাদ লাইভ : ছাদ সবজী চাষিদের প্রতিক্রিয়া কেমন?

রাসেল : অনেক ভালো। আমার কাছ থেকে ছাদ কৃষি করার জন্য যারা বিভিন্ন বীজ সংগ্রহ করে তারা আমাকে ছবি তুলে পাঠায়, আমার তখন ভালো লাগে।

সময় সংবাদ লাইভ: বীজ রোপনের পরবর্তী পরামর্শ তারা কোথায় থেকে পায়?

রাসেল : আমিই দিয়ে থাকি। এ জন্য আমার কৃষি বিষয় অনেক পড়তে হয়। আমি বইপত্র এবং পেপার পত্রিকা থেক তথ্য সংগ্রহ করি এবং আমার গ্রাহককে জানিয়ে দেই।

সময় সংবাদ লাইভ : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?

রাসেল : আমার অনলাইন বীজ ব্যবসা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই বিশেষ করে মানুষ যাতে ভালো গুণসম্পন্ন বীজ পেতে পারে সে লক্ষে কাজ করবো।

সময় সংবাদ লাইভ : আমরা শুনেছি আপনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত আছেন?

রাসেল : না তেমন বেশি কিছু না। তবে মির্জাগঞ্জ ভিত্তিক ‘ কল্যাণী’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটির সাথে যুক্ত আছি। এলাকা ভিত্তিক অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য এ সংগঠনটি কাজ করে। আমি এ সংগঠনের একজন স্বেচ্ছাসেবী মাত্র।

সময় সংবাদ লাইভ : ছাত্রছাত্রী, তরুণ ও বেকার যুবকদের জন্যে আপনার পরামর্শ কি?

রাসেল : পড়াশুনোর পাশাপাশি কিছু একটা করা উচিত। এই যেমন ধরুন : গরু পালন, হাঁস -মুরগীর ফার্ম করা, ছোট পুঁজীতে ছোট ব্যবসা, টেকনিকাল বিষয়ে স্বচ্ছল হওয়া উচিত।

সময় সংবাদ লাইভ: সময়সংবাদলাইভকে সময় দেয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রাসেল : সময় সংবাদকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাকে এখানে কথা বলার সুযোগ দেয়ার জন্যে।

সাক্ষাতকারটি নিয়েছে সময়সংবাদ লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার :আবদুর রাজ্জাক

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
চালের দাম বাড়ছে : সবজির দাম কমলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি
হঠাৎ পেঁয়াজের দাম কমে অর্ধেকে
রমজান সংযম শেখায়,নামাজ শেখায় কল্যাণ
বাংলাদেশী নাবিকদের হত্যার হুমকির জলদস্যুদের

আরও খবর