সময় সংবাদ রিপোর্টঃ কক্সবাজারের টেকনাফের কচ্ছপিয়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার বাহারছড়া কচ্ছপিয়া করাচি পাড়া এলাকার মোজাহার মিয়ার ছেলে ছৈয়দ হোসাইন ওড়না পেঁচিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিজ হাতে হত্যা করে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে স্বামীকে গ্রেফতার করা হয়। নিহত স্ত্রীর পিতার বাড়ি সদর ইউনিয়নের উত্তর লম্বারি এলাকায় বলে জানা যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, স্বামীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। আসামিকে কক্সবাজার আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি ।
এম/পি…..