Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৬৬°সে

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে নারীসহ ৪ জনের মৃত্যু

সময় সংবাদ রিপোর্টঃ কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫) শ্বাশুড়ি দিল ফরাজ বেগম (৬৫) ও আজিজুর রহমানের মেয়ে নাসিমা বেগম (২৩)।

রামুর কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম বলেন, আজিজুর রহমানের পরিবারের সকলে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধস হয়। এ সময় পাহাড়ের মাটি বাড়ির রান্নাঘরে পড়লে তারা মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

রামু সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, পাহাড়ের পাশে গড়ে উঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড় থেকে মাটি কাটা হচ্ছিল। এ কারণে পাহাড়টি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে করে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রামু থানার পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার
প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ
মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়

আরও খবর