Header Border

ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

করোনা ইউনিটে ৯ দিনে ৯৮ জনের মৃত্যু

সময় সংবাদ লাইভ রিপোর্ট:ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে স্থাপিত করোনা ইউনিটে গত ৯ দিনে ৯৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন।

ঢামেক হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, গত ২ মে থেকে শুরু হয় বার্ন ইউনিটে করোনা রোগী ভর্তির কর্যক্রম। এরপর গত ৯ দিনে সেখানে মারা গেছেন ৯৮ জন। তাদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ। বাকিরা সাসপেকটেড।

advertisement

মোহাম্মদ রিয়াজ আরও জানান, বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছেন ২০৫ জন। এর মধ্যে আইসিউতে ১০ জন। এ কয়দিনে রোগী ভর্তি হয়েছিলেন প্রায় ৬১০ জন। অনেকেই চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। আবার অনেকেই হাসপাতালের কর্তৃপক্ষকে কিছু না বলে চলে গেছেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘মৃত্যুর সংখ্যাটি আমি বলতে পারব না। তবে মৃত্যুর হার ৯ দিনে অনেক। তাদের মধ্যে করোনা সাসপেকটেডের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত হয়েও মারা গেছে কয়েকজন।’

advertisement

ঢামেক হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘হার্টের সমস্যা, শ্বাসকষ্ট ,নানাধরনের অসুখ নিয়ে রোগীরা সরাসরি কোভিড ইউনিটে ভর্তি হচ্ছে। অনেক হাসপাতাল ঘুরে এখানে আসছে। যে রোগী মারা গেছে তাদের সবার অবস্থা খুব খারাপ ছিল।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর