Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৭.২৩°সে

কুমিল্লার বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে আত্মবিশ্বাসী চট্টগ্রাম

সময় সংবাদ রিপোর্ট: দেখতে দেখতে শেষের শুরু হয়ে গেছে বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসরের। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে সাকিবের বরিশালের কাছে হার মানা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এলিমিনেটর ম্যাচে জিতে আত্মবিশ্বাস তুঙ্গে এখন চ্যালেঞ্জারদের। আফিফের নেতৃত্বে তারকায় ঠাসা কুমিল্লাকে হারিয়ে বাজিমাত করতে চায় তরুণ তুর্কিরা। অন্যদিকে, বরিশালের বিপক্ষে হারলেও, সতীর্থদের ওপর পূর্ণ আস্থা আছে কুমিল্লার ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে সালাউদ্দিন বাহিনী। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।ফাইনালে গিয়ে অপেক্ষা করছে ফরচুন বরিশাল। কে হবে তাদের প্রতিপক্ষ? আসরের শুরু থেকে শেষ দুর্দান্ত ক্রিকেট খেলা দুই দল মুখোমুখি দ্বিতীয় কোয়ালিফায়ারে। বিকেলের ম্যাচে শিশির ঝামেলা করলেও নিজেদের স্কিলে পূর্ণ আস্থা আছে দলগুলোর।চট্টগ্রামের শুরুটা ছিল দুর্দান্ত। নিজেদের তারা গড়ে তারুণ্যের ওপর ভর করে। ড্রাফট থেকে নেয়নি তারা কোন সুপারস্টারকে, কিন্তু তাতে কমেনি দলের ওজন। নামে ভারে বড় না হয়ে, মাঠে পারফর্ম করেছেন নাসুম, আফিফ, মৃত্যুঞ্জয়রা। সঙ্গে জ্যাকস, বেনি হাওয়েল, ওয়ালটনরা জুগিয়েছেন আত্মবিশ্বাস। ফলাফল, অধিনায়ক দ্বন্দ্বে তোলপাড় হওয়ার পরও ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লিগ পর্ব থেকে প্রায় বাদ পড়ে যাওয়া দলটি কোন এক ভোজবাজিতে পাল্টে গিয়ে বিদায় করে দেয় তিন পাণ্ডবের মিনিস্টার ঢাকা গ্রুপকে। পরে তো এলিমেনেটরে হারায় আরেক পাণ্ডব মুশফিকের খুলনার টাইগারদের।টানা ম্যাচ জয়ে উড়ছে এখন পোর্ট সিটির দলটা। টপ অর্ডার থেকে লোয়ার, ব্যাট হাতে লড়ছেন সবাই। আর বোলিংটা তো রীতিমতো ভয় জাগানিয়া যে কোন প্রতিপক্ষের জন্য। ফাইনালের আগেই তাই শেষের মোমেন্টাম তৈরি করতে চায় চট্টলা।

কোয়ালিফায়ারের আরেক দল কুমিল্লাকে ধরা হয় এই আসরের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে। তারকায় ঠাসা দল শুরু থেকেই খেলেছে দারুণ ক্রিকেট। দলে আছেন মঈন আলী, ডু প্লেসির মত সারাবিশ্বে খেলে বেড়ানো টি-টোয়েন্টির ইউটিলিটি প্লেয়ার।কাগজে কলমে কুমিল্লা, শুরু থেকেই ফেভারিট। তাদের তিন বিদেশি ক্রিকেটার ঈর্ষা জাগাবে যে কোন দলকে। সঙ্গে লিটন-জয়ের রসায়ন বেশ নির্ভার রেখেছে দেশ সেরা কোচ সালাউদ্দিনকে। কিন্তু প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স এবং নিজেদের খারাপ সময়টা ভাবাচ্ছে ভিক্টোরিয়ানদের। দলে আছেন মুস্তাফিজ, নারিনের মতো চ্যাম্পিয়ন বোলার। যদিও এখন পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি ত্রিনিদাদে জন্ম নেওয়া ক্রিকেটের ফেরিওয়ালা নারিন।বরিশালের বিপক্ষে ম্যাচটায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বোলাররা। কিন্তু মুস্তাফিজ-শহীদুলদের তৈরি করা ক্ষেত্রে, ব্যর্থ লিটন-ডুপ্লেসিরা। যদিও এটাকে দুর্ঘটনাই বলছেন মাহমুদুল হাসান জয়। আশা, শেষ সুযোগটা কাজে লাগাবেন তার সতীর্থরা। ব্যাটে বলে ম্যাচ উইনারের অভাব নেই কুমিল্লার। কিন্তু বিপিএলের শেষের দিকে এসে হুট করে ব্যাডপ্যাঁচে পড়ে গেছে দলটা। তবে ঘুরে দাঁড়াতে তো একটা দিনই দরকার। আজ জ্বলে উঠলে পুড়বে চট্টগ্রামের কপাল।পরিসংখ্যানও পক্ষ নিচ্ছে কুমিল্লার। ২০২২ বিপিএল আসরে আগের দুবারের দেখাতেই জয়ী দলের নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর