Header Border

ঢাকা, বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

কুমিল্লা যাচ্ছেন সিইসি

সময় সংবাদ রিপোর্ট : কুমিল্লা সিটি কপোরেশন নির্বাচন উপলক্ষ্যে আজ রোববার (২৯ মে) কুমিল্লায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল বাশার। প্রধান নির্বাচন কমিশনার সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের সঙ্গে নির্বাচন আচরণবিধি নিয়ে মতবিনিময় করবেন।সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (এনআইডি উইং) মো. শাহেদুন্নবী চৌধুরী, নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র, মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর ১৪৭ জন প্রার্থীকে সকাল সাড়ে ১০টার মধ্যে শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিইসি।

আগামী ১৫ জুন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় ২ জন প্রার্থীসহ ৫ জন প্রার্থী এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৬ জন মহিলা কাউন্সিলর প্রার্থী, ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ডে ১০৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি করপোরেশনের ৫ নম্বর এবং ১০ নম্বর ওয়ার্ডের একক প্রার্থী হওয়ায় সাবেক ২ জন ওয়ার্ড কাউন্সিলর ২টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে কুমিল্লা নগরীতে চলছে ব্যাপক প্রচারণা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টায় পর্যন্ত নির্বাচনের একদিন আগে ১৩ জুন রাত ৮টা পর্যন্ত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলবে।এছাড়া রিটার্নিং অফিসারের অনুমতিসাপেক্ষে সভা সমাবেশ এবং নির্বাচন অফিস স্থাপন করার জন্য নির্বাচন আচরণবিধি মোতাবেক প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে সুষ্ঠু নির্বাচন পরিবেশরক্ষায় নগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

আরও খবর