Header Border

ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৬৯°সে

কোটি টাকার আইস-ইয়াবাসহ জামাই-শাশুড়ি আটক

প্রতীকী ছবি

সময় সংবাদ রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি থেকে এক কোটি টাকার আইস ও ইয়াবাসহ জামাই-শাশুড়িকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো (উত্তর) অঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার পর ধানমন্ডি সার্কেল ইন্সপেক্টর মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ধানমন্ডি এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাসা থেকে আরাফা খাতুন ও তার মেয়ে জামাই রবিনকে আটক করা হয়। এর আগে আরাফা খাতুনের স্বামীকে আইস মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে আছে। সম্প্রতি বেশ কয়েকজনকে আইসসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে জামাই-শাশুড়িকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ২৭০ গ্রাম আইস ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন পশ্চিমা দেশে আইস ব্যবহার হলেও সম্প্রতি এদেশে একশ্রেণির ক্রেতার কাছে তা বেশ জনপ্রিয়তা লাভ করে। তারই অংশ হিসেবে অবৈধ মাদক কারবারিরা আইস ব্যবসার সঙ্গে ঝুঁকে পড়ে। তারা বিভিন্ন স্থানে গোপনে, এমনকি অনলাইনের মাধ্যমেও এ ব্যবসা করে আসছে। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার
প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ
মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়

আরও খবর