Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৭.২৩°সে

কোয়েলের সিনেমায় অভিনয় নিয়ে যা বলেছিলেন রঞ্জিত মল্লিক

সময় সংবাদ রিপোর্ট: নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক। মেয়ের অভিনয়ে আসা নিয়ে কোনো আপত্তি ছিল না তার। তাদের রক্তে বয়ে বেড়াচ্ছে অভিনয়। তবে মেয়ে অভিনয়ে আসবে আর দাপিয়ে বেড়াবে ইন্ডাস্ট্রিতে এমনটা কখনো ভেবে উঠতে পারেননি এ অভিনেতা।অভিনেতা রঞ্জিত মল্লিক ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মেয়ে কোয়েলকে নিয়ে বললেন এক মজার কাহিনী। কোয়েলের প্রথম সিনেমার নায়ক ছিলেন সুপারস্টার জিৎ এবং পরিচালনায় ছিলেন হরনাথ চক্রবর্তী। রঞ্জিত মল্লিক হরনাথকে বলেছিলেন যে,  ‘হরনাথ কোয়েলের দুই একদিন শুটিং দেখবি। তারপর না পারলে কোয়েলকে বাদ দিয়ে নতুন নায়িকা নিয়ে নিবি।’কোয়েল পরবর্তীতে এই ঘটনা জানতে পেরে বাবা রঞ্জিত মল্লিককে বলেছিলেন, ‘সবাই সবার ছেলে মেয়েকে সাহায্য করে আর তুমি আমায় সিনেমাতে নিতে বারণ করছো!’ বাবার ভয়কে তুচ্ছ করে পরের প্রজন্মের প্রথম সারির নায়িকা হয়ে নিজেকে প্রমাণ করেছে সেই অভিনেত্রী। কোয়েল মল্লিক এখন প্রথম সারির নাম।

মেয়েকে নাকি এই অভিনেতা বলেছিলেন, একটা-দুটো সিনেমায় সবাই নায়ক রঞ্জিতের মেয়ে অভিনয় করেছে সেই হিসেবে দেখতে যাবে কিন্তু বাকি সময়ে নিজেকে নিজের অভিনয় দিয়ে প্রমাণ করতে হবে। আজ কোয়েল মল্লিক সেই জায়গা থেকে সফল। সেটা আমাদের কারও অজানা নয় এখন।
রঞ্জিত মল্লিককে অনেকে বেল্টম্যান বলে ডাকে। এর একটি বিশেষ কারণ রয়েছে। নব্বই দশকের বেশকিছু সিনেমাতে বেল্ট খুলে শুধু গুন্ডাদের নয় নায়ককেও পেটাতেন এই অভিনেতা। দুই বাংলার জনপ্রিয় সিনেমা ‘ছোট বউ’ সেখানেই প্রথম এই অভিনেতা বেল্ট খুলে নায়ক প্রসেনজিৎঅকে মেরেছিলেন। সেই থেকে এখন পর্যন্ত ভক্তরা তাকে বেল্টম্যান বলে ডাকা শুরু। সেখান থেকেই ভক্তরা তাকে এই নামে ডাকে।খুব একটা সিনেমায় কাজ করেন না এখন এই বর্ষীয়ান অভিনেতা। বেছে বেছে কাজ করেন এখন। তবে অবসর সময়টা কাটান নাকি এখন কোয়েলের ছেলে কবীরের সঙ্গে।

  

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর