Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

কয়েকটি স্থানে তাপমাত্রা কমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে , শুরু হলো শৈত্যপ্রবাহ

সময় সংবাদ লাইভ রিপোর্টঃ  গতকাল শুক্রবার দেশের কয়েকটি স্থানে তাপমাত্রা কমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।শুরু হয়েছে শৈত্যপ্রবাহ  শৈত্যপ্রবাহ আপাতত রংপুর বিভাগে সীমাবদ্ধ হলে এর আওতা এবং সময় দুটোই বাড়তে পারে। এ দিকে দেশব্যাপী চলছে মাঝারি থেকে ঘন কুয়াশা। ঘন কুয়াশার ফলে কমে এসেছে দৃষ্টিসীমা। নদী তীরবর্তী এলাকার কুয়াশায় দূরের বস্তু দেখা যাচ্ছে না। রাতের বেলা নৌযানগুলো চলছে অনেকটা ঝুঁকি নিয়ে। সড়ক পথে দূরপাল্লার যানবাহনগুলোকে দুর্ঘটনা রোধে গতি কমিয়ে চলতে হচ্ছে। রংপুর বিভাগে বয়ে চলা শৈত্যপ্রবাহ এই সপ্তাহের মধ্যে সমগ্র উত্তর পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে সারা দেশে। হয়তো দেখা যাবে রংপুর বিভাগ ও এর সংলগ্ন এলাকায় আরো বেশি তাপমাত্রা কমে গেছে। তবে আজ শনিবার দিনের তাপমাত্রাও কমবে ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৪.২ ও ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়ায় গতকাল তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে এর কাছাকাছি ডিমলায় ছিল সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াস। রংপর বিভাগের সর্বত্রই তাপমাত্রা এমনই নেমে গেছে। প্রচণ্ড ঠাণ্ডা বিরাজ করছে সেখানে। রাজশাহী বিভাগের তাপমাত্রাও এর চেয়ে খুব বেশি নয়। রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে স্বাভাবিক শীত বিরাজ করছে।

মূলত উপদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলে বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশে ঠাণ্ডা বেড়েছে। উচ্চচাপ বলয় তীব্র হলে ঠাণ্ডাও বাড়ে। মূলত সাইবেরিয়া অঞ্চলের ঠাণ্ডা বাতাস আসতে আসতে হিমালয় অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়। এর সামান্য একটি অংশ হিমালয়ের উপর দিয়ে চলে আসে। এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় তাপমাত্রা কমে যায়। উচ্চচাপ বলয় বেশি তীব্র হলে এর কিছুটা ছোঁয়া লাগে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে। ফলে সেখানে শৈত্যপ্রবাহ বয়ে যায়। বাংলাদেশের রংপুর বিভাগের অঞ্চলগুলো ভারতের কাঞ্চনজঙ্ঘা থেকে খুব বেশি দূরে নয়। ফলে কাঞ্চনজঙ্ঘার কনকনে ঠাণ্ডাও চলে আসে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর