Header Border

ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

খুনের হুমকি নিয়েই কাজে ফিরলেন সালমান খান

সময় সংবাদ রিপোর্ট : খুনের হুমকি নিয়েই কাজে ফিরলেন বলিউড ভাইজান সালমান খান। সোমবার (৬ জুন) সালমান খান ও তার টিম মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরের একটি ফ্লাইটে করে হায়দরাবাদে গিয়েছেন ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার শুটিংয়ের জন্য। হায়দরাবাদে ২৫ দিন থাকবেন। এই শিডিউলের শুটিং শেষ করে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন সালমান খান।বলিউড ভাইজান সালমান খান ও তার বাবা সেলিম খানকে উদ্দেশ করে গ্যাংস্টার বাহিনী একটি চিঠি দিয়েছে। রোববার (৫ জুন) ভারতের মুম্বাইয়ের বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া ওই উড়ো চিঠি উদ্ধার করেছে সেলিম খানের নিরাপত্তারক্ষীরা।যে জায়গা থেকে চিঠিটি উদ্ধার করা হয়েছে, সেখানে প্রতিদিন প্রাতঃভ্রমণের ফাঁকে বিশ্রাম নেন সালমানের বাবা সেলিম খান। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর করেছে। পুলিশ সালমানকে বিশেষ নিরাপত্তায় রেখেছে। শুধু সালমানকে নয়, তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মুম্বাই পুলিশ এখন পর্যন্ত ২০০টিরও বেশি সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে। ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় পুলিশসহ মোট ১০টি দল সালমান মামলার তদন্তে কাজ করছে। খবর ইন্ডিয়া টিভি নিউজের।

পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার মৃত্যুর দায় স্বীকার করে নিয়েছে গ্যাংস্টার লরেন্স। দীর্ঘদিনই পাঞ্জাবি গায়কের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় আছেন সালমান খান। কেননা বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র বলে গণ্য করা হয় কৃষ্ণসার হরিণকে। কৃষ্ণসার হরিণের রক্ষাকর্তা বিষ্ণোই সম্প্রদায়ের অংশ লরেন্স। ১৯৯৮ সালে সালমান খানের ওপর যোধপুরে শুটিং চলাকালে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে।সে সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চোখের বালি হয়ে আছেন সালমান। এর আগে বেশ কয়েকবার সালমান খানকে শার্প শুটার দিয়ে হত্যার ছক কষেছিল লরেন্স। ২০১৮ সালে প্রকাশ্যে লরেন্স গ্যাংস্টার বাহিনী জানিয়েছিল, ‘ভারতের যোধপুরে সালমান খানকে আমরা হত্যা করব।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
যেভাবে হজ পালন করবেন
দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আরও খবর