Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৪৮°সে

চট্টগ্রামে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সময় সংবাদ রিপোর্টঃ   চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস-অটোরিকশার সংঘর্ষে চারজনের প্রাণ গেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন সুমন জানান।নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। এদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তাঁরা হলেন, নিহতদের মধ্যে বাবুল দে (৬০), সেলিম (৪৫) ও অঞ্জনা বেগম।

নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।পুলিশ পরিদর্শক মহিউদ্দিন সুমন সংবাদ মাধ্যমকে জানান, চট্টগ্রামের কালুরঘাটের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যে বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে, সেটি ময়মনসিংহ থেকে বুধবার বোয়ালখালী উপজেলায় হাওলা দরবার শরীফের ওরশে এসেছিল। কালুরঘাট সেতু দিয়ে বড় যান চলাচল বন্ধ থাকায় সেটি পটিয়া হয়ে শাহ আমানত সেতু দিয়ে চট্টগ্রাম শহরে দিকে যাচ্ছিল। রায়খালী সেতু মোড়ে পৌঁছালে এটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ
মব জাস্টিসের নামে কোন কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি : রিজভী
‘সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ

আরও খবর