Header Border

ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৫.৯৬°সে

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খুলনা সিটি মেয়র

খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক

সময় সংবাদ রিপোর্ট : উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা।খুলনা সিটি মেয়রের সঙ্গে গেছেন তার স্ত্রী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, ভাইজি সুমাইরা সুলতানা মেঘলা ও মেঘলার স্বামী মঈনুল ইসলাম।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. রেদওয়ান মারুফ জানিয়েছেন, মেয়র আগের থেকে অনেকটাই সুস্থ। তিনি পায়ে হেঁটে বিমানে উঠেছেন।
এর আগে গত ৭ মে তীব্র জ্বর নিয়ে তাকে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৮ মে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।জানা গেছে, সিটি মেয়র আগে থেকেই হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। গত বছর তার প্রস্টেট গ্ল্যান্ডে অপারেশন হয়েছিল। বর্তমানে অপারেশনের ওই স্থানে ইনফেকশনসহ নানা সমস্যায় আক্রান্ত তিনি। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর