Header Border

ঢাকা, সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২২.৯৬°সে

চিনি-চুন-ফিটকিরি দিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড়!

নাটোরে কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে খেজুরের গুড়। ভেজাল গুড় তৈরি ও মজুদের অভিযোগে বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

গতকাল সোমবার সন্ধ্যায় বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে ওই অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ৭০০ কেজি আখের চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল খেজুরের গুড় জব্দ করা হয়। সেখানে তিনজনকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

র‌্যাব-৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিনি, চুন, ফেব্ররিক রং, ফিটকিরি ও সোডাসহ কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল ১ হাজার ৮০০ কেজি খেজুরের পাটালি গুড় ও ৯০০ কেজি তরল গুড় উদ্ধার করা হয়। পরে নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ভেজাল গুড় তৈরি ও মজুদ করার দায়ে ছলিমউদ্দিন প্রামানিক (৪৫), আব্দুল মান্নান (৪৫) ও আতিয়ার রহমানকে (৩২) মোট ৬২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় র‌্যাব জব্দ করা গুড় ও অন্য উপকরণ সবার সামনে ধ্বংস করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর