Header Border

ঢাকা, বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৯.৯৬°সে

চুরিতে বাধা দেয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

সময় সংবাদ লাইভ রিপোর্ট : চুরিতে বাধা দেয়ায় রাজধানীর সবুজবাগ এলাকার নন্দীপাড়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর, সোমবার রাত ৯টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার পরপরই ওই বাড়ির ছাদে লুকিয়ে থাকা চোরকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস। তার স্বামীর নাম মোস্তাফিজুর রহমান।

জানা যায়, নন্দীপাড়ার নির্মাণাধীন চারতলা বাসায় গতকাল রাতে দেড় বছরের সন্তানকে নিয়ে ছিলেন জান্নাতুল ফেরদৌস। রাত ৯টার দিকে মনির নামের এক চোর তার বাসায় চুরির উদ্দেশ্যে ঢুকলে টের পেয়ে যান তিনি।

এসময় মনির ওই বাসার রান্নাঘর থেকে ছুরি নিয়ে জান্নাতুলকে উপুর্যপুরি কোপায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মরদেহ দেখতে পান। পরে তিনি স্বজন ও প্রতিবেশীদের সংবাদ দেন।

পরে খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশ ওই বাসার ওপর তলায় লুকিয়ে থাকা মনিরকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান তারা।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন সবুজবাগ থানার এসআই তৌফিকুল ইসলাম।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকায় আজ তাপমাত্রার সব রেকর্ড ভাঙার শঙ্কা
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী

আরও খবর