Header Border

ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে

উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আগে ভর্তি কার্যক্রম শুরু না করার অনুরোধ -ইউজিসি

সময় সংবাদ লাইভ রিপোর্টঃ উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি ও রেজিস্ট্রারদের এ অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল এখনো প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশের আগেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রম শুরু করেছে। বলা হয়েছে, নিয়ম অনুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ-২ দশমিক ৫০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। কোনো একটি পরীক্ষা ন্যূনতম জিপিএ-২ দশমিক শূন্য থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ ন্যূনতম ৬ দশমিক শূন্য থাকতে হবে। সে অনুসারে, ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে জানা গেছে, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের আগেই অনেক বেসরকারি বিদ্যালয় স্নাতক পর্যায়ে ও সমমান কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে। করোনার কারণে পরীক্ষা ছাড়া এইচএসসিতে অটোপাসের সরকারি ঘোষণা দেয়া হয়েছে। এ ঘোষণার পরই শিক্ষার্থী কার্যক্রম শুরু করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কারণে ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে সর্তকতামূলক চিঠি পাঠানো হয়েছে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পরে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শিক্ষার্থী ভর্তির যোগ্যতা সংক্রান্ত নীতিমালা অনুসরণপূর্বক শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর জন্য ইউজিসি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সড়কে মৃত্যুর মিছিল:দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার,দায় নিচ্ছে না কেউ
প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

আরও খবর