*সময় সংবাদ লাইভ রির্পোটঃ বাংলাদেশ আজ জিতলেই হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার জিম্বাবুয়ের ঘরের মাঠ হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে টাইগাররা জিতলেই হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে। প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। একমাত্র টেস্টের পর শুরু হয় ওয়ানডে সিরিজ। জয়ের এই সন্ধিক্ষণে সুখবর ভেসে এলো বাংলাদেশ শিবিরে। শেষ ম্যাচে খেলার জন্য প্রস্তুত আছেন দেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। আজ দুপুর দেড়টায় শুরু হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচে খেলার জন্য শারীরিকভাবে ফিট আছেন এ কাটার মাস্টার। এরআগে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৫৫রানের বড় ব্যাবধানে।লিটন দাসের সেঞ্চুরি আর সাকিবের দুর্দান্ত বোলিংয়ে সহজ জয় পায় টাইগাররা।হারাতেতে আগে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে করে ২৭৬ রান।২৭৭রানের টার্গেটে ব্যাট করতেনেমে নিয়মিত উইকেটে হারাতে থাকে স্বাগতিকরা।শেষ পর্যন্ত জিম্বাবুয়ে অল আউট হয় ১২১ রানে ।বাংলাদেশ ১৫৫ জিতে সিরিজে এগিয়ে যায় ১-০ ম্যাচে।সাকিব আল হাসানের দুর্দান্ত ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে তিন উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে এগিয়েযায় লাল-সবুজের প্রতিনিধিরা।দীর্ঘ এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দলের পক্ষে ৯৬ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান।