সময় সংবাদ রিপোর্ট: দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৪৬ জন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।সাড়ে তিন মাস পর শনাক্তের হার ৫ শতাংশের ওপরে উঠেছে দেশে। এ অবস্থায় ওমিক্রনের বিস্তার ঠেকাতে অন্তত এক মাস শিক্ষাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, নির্বাচনসহ জনসমাগমস্থল বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ বন্ধসহ চার দফা সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।সময় যত গড়াচ্ছে, দাপট বাড়ছে মহামারি করোনার নতুন ধরন আফ্রিকার ওমিক্রনের। যার প্রভাবে আবারও নাজুক বিশ্ব পরিস্থিতি। প্রতিবেশী ভারতের পরিস্থিতি দিন দিন আবারও ভয়াহ হচ্ছে গত ১০ ডিসেম্বর দেশে প্রথম ধরা পড়ে ওমিক্রন। সবশেষ গত বৃহস্পতিবার নতুন আরও দশজনের দেহে ওমিক্রন আক্রান্তের খবর দেয় জার্মান সংস্থা- জিআইএসএআইডি। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০জনে। তবে এ সংখ্যা নিয়ে ভিন্নমত বিশেষজ্ঞের।আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বলেন, আমরা ডাটা যেটা দেখছি, সেটা ২০ জনের শনাক্ত হয়েছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে রোগী আছে, সেটা হয়তো আমাদের শনাক্তের মধ্যে নেই। দীর্ঘদিন শনাক্তের হার ১ ও ২ শতাংশে থাকলেও বর্তমানে তা বেড়েই চলছে। এর কারণ শুধু ওমিক্রনই নয় ডেল্টাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা।