Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৩৪°সে

টেকনাফে আইস ও ইয়াবা জব্দ

সময় সংবাদ রিপোর্টঃ   কক্সবাজারের টেকনাফে দমদমিয়া সংলগ্ন নাফনদ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও ২০ কেজি কারেন্ট জালসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সোমবার রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৯ থেকে আনুমানিক ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ন্যাচারী পার্ক (ডবল জোড়া) নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি’র দুইটি বিশেষ টহলদল সেখানে কৌশলগত অবস্থান গ্রহণ করে। টহলদল কিছুক্ষণ পর দুজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।

এ সময় টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা নৌকা থেকে নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে জালের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২০ কেজি কারেন্ট জাল (মালিকবিহীন অবস্থায়) জব্দ করে। এসব মালামাল বহনের দায়ে নৌকাটিও আটক করা হয়।

পরে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ভোররাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মালিকবিহীন কারেন্ট জাল এবং কাঠের নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ক্রিস্টাল মেথ ও ইয়াবা বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর