সময় সংবাদ রিপোর্টঃ কক্সবাজারে টেকনাফ পুলিশ এক অভিযানে দুই অপহরণকারী গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে চোরাই মোবাইল উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুসাইন সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে অপহরণ মামলার মূল আসামি উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড় রোহিঙ্গা ক্যাম্প থেকে ব্লক-ডি এর বাসিন্দা মো. রশিদের ছেলে আমান উল্লাহকে (২৩) গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের শিকার ফয়সালের ব্যবহৃত মোবাইল আসামির মামা একই ক্যাম্পের একই ব্লকের মো. ইসলামের ছেলে মো. শফির (২২) নিকট থেকে জব্দ করা হয় এবং তাকেও গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য,গত ১৫ মার্চ ভোরে হ্নীলা ইউনিয়নের সাবেক মেম্বার বাবুলের ছেলে ফয়সাল (১৭) মসজিদে নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হলে অজ্ঞাত অপহরণকারীরা তাকে সিএনজিতে অপহরণ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে সে উদ্ধার হয় এবং টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়।