সময় সংবাদ রিপোর্ট : পুলিশের তল্লাশির পরই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারবেন। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষবরণ ১৪২৯ উপলক্ষ্যে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন।তিনি বলেন, রমনার বটমূলে প্রবেশে চেকপোস্ট থাকবে। চেকপোস্টে তল্লাশি না করে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কোনো যানবাহন এ এলাকায় চলবে না। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জায়গায় আমাদের পুলিশ সদস্য দুরবিন নিয়ে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবে, কোথাও বিশৃঙ্খলা ঘটেছে কি না। এ ছাড়া সিসিটিভি কন্ট্রোলরুমে বসে পুলিশ সদস্যরা পুরো এরিয়া মনিটরিং করবেন। কোথাও কোনো ধরনের ঘটনা ঘটলে পুলিশকে বিষয়টি জানাবেন।এ ছাড়া সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কয়ার্ড, নৌপুলিশের পক্ষ থেকে ডুবুরিদল এবং ফায়ার সার্ভিসের ডুবুরিদলও থাকবে।তিনি আরও বলেন, রমনা বটমূল ও এর আশপাশ এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে।
রমনা বোমা হামলা: