Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৩৪°সে

তাড়াশে সড়ক দুর্ঘটনায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত

সময় সংবাদ রিপোর্টঃ সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।সোমবার সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মান্নাননগর নামক এলাকায় সমবায় তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন হোসেন (২১), অপরজনের নাম সিয়াম আহমেদ। নিহত তিনজনই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে সিরাজগঞ্জ থেকে নাটোর সিটি কলেজের তিন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে নাটোর যাচ্ছিল। মান্নাননগর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী নাইটকোচ ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর বলেন, সকালে মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। তারা মান্নাননগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে পিছন থেকে অজ্ঞাত নাইটকোচ চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর