Header Border

ঢাকা, শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৫.৯৬°সে

দাম কমবে যে সব পণ্যর

সময় সংবাদ লাইভ রির্পোটঃ আগামী ২০২১-২০২২ অর্থবছরে যেসব পণ্যের দাম কমতে পারে সেসবের মধ্যে আছে—পোলট্রি মুরগি, খেলনা সামগ্রী, মাইক্রোবাস, হাইব্রিড গাড়ি, রড, সিমেন্ট, টাইলস, মুড়ি, তাজা ফল, কৃষি যন্ত্রপাতি, হোম অ্যাপ্লায়েন্স, স্টেইলনেস স্টিল, ডাম্পার ট্রাক, শিল্পে ব্যবহৃত অগ্নিনির্বাপক যন্ত্রপাতি, এলইডি লাইট, শিরিষ কাগজ, পেপার কাপ প্রভৃতি।

প্রস্তাবিত ২০২১-২০২২ সালের জাতীয় বাজেটের নথি থেকে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন।

যেসব পণ্যের দাম কমবে

রড: রড তৈরির প্রধান উপকরণ স্ক্র্যাপ আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। উৎপাদনকারীদের কর ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। এতে স্থাপনা নির্মাণের প্রধান উপকরণ রডের দাম কিছুটা কমতে পারে।

সিমেন্ট: রডের মতো সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকারের ক্ষেত্রে অগ্রিম আয়কর ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। তাই সিমেন্টের দামে এর প্রভাব পড়তে পাবে।

টাইলস: টাইলস কিউব আমদানিতে সম্পূরক শুল্ক ৬০ শতাংশ প্রত্যাহার করা হয়েছে। তাই টাইলসের দাম কমবে।

মোটরসাইকেল: দেশে উৎপাদিত মোটরসাইকেলের কাঁচামালের ওপর শুল্ক কমানো হয়েছে। তাই, মোটরসাইকেলের দাম কমতে পারে। অবশ্য আমদানিকৃত (সিবিইউ) মোটরসাইকেল কিনতে আগের মতো অর্থ খরচ করতে হবে।

মুড়ি: উৎপাদন পর্যায়ে মুড়ির ওপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তাই প্যাকেটজাত মুড়ির দাম কমতে পারে।

তাজা ফল: ব্যবসায়ী পর্যায়ে ফলের ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। তাই, ফলের দাম কমতে পারে।

কৃষি যন্ত্রপাতি: থ্রেসার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টর, রোটারি টিলার, উইডার (নিড়ানি) ও উইনোয়ার (ঝাড়াই কল) প্রভৃতি কৃষি যন্ত্রপাতি আমদানিতে আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এসব পণ্যের দাম কমতে পারে।

মাইক্রোবাস: নসিমন ও লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহন ব্যবহারে নিরুৎসাহিত করতে সিসিভেদে মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমানো হয়েছে। তাই, মাইক্রোবাসের দাম কমতে পারে।

হাইব্রিড গাড়ি: হাইব্রিড গাড়ির সম্পূরক কমানো হয়েছে। তাই, জ্বালানিবান্ধব গাড়ির দাম কমতে পারে।

হোম অ্যাপ্লায়েন্স: হোম অ্যাপ্লায়েন্সসামগ্রী, যেমন: ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার ও প্রেসার কুকার উৎপাদনে উপকরণ-যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। আগামীতে এসব পণ্যের দাম কমতে পারে।

পোল্ট্রি মুরগি: পোল্ট্রি মুরগির খাদ্য তৈরির উপকরণ ও ওষুধ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। তাই, মুরগির খাবার ও ওষুধের কমতে পারে। এর প্রভাবে আগামীতে পোল্ট্রি মুরগির দামও কমতে পারে।

খেলনা সামগ্রী: দেশে খেলনা উৎপাদনকে উৎসাহিত করতে সাত ধরনের যন্ত্রাংশ ও উপকরণে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তাই, দেশে তৈরি খেলনার দাম কমতে পারে।

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
চালের দাম বাড়ছে : সবজির দাম কমলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি
হঠাৎ পেঁয়াজের দাম কমে অর্ধেকে
বাংলাদেশী নাবিকদের হত্যার হুমকির জলদস্যুদের
রমজান নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মাঠপ্রশাসনে কঠোর নির্দেশনা

আরও খবর