Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.০১°সে

নতুন ওসি ডিএমপির চার থানায়

সময় সংবাদ লাইভ রির্পোটঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার থানায় পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে অফিসার ইনচার্জ হিসেবে বদলিকৃত কর্মকর্তারা হলেন- মুগদা থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদারকে রূপনগর থানার ওসি এবং রূপনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদকে বাড্ডা থানার ওসি করা হয়েছে। বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলামকে পল্লবী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে ডিবি গুলশান বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেককে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগে নেওয়া হয়েছে।

রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ
মব জাস্টিসের নামে কোন কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি : রিজভী
‘সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ

আরও খবর